বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাউর কাপন গ্রামের সাবেক মোতায়াল্লী মোঃ আকবর উল্লাহ এর বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী কামাল হোসেনের সহযোগিতায় সুনামগঞ্জ -৩( জগন্নাথপুর -- শান্তিগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে সাবেক মোতায়াল্লী মোঃ আকবর উল্লাহ এর সভাপতিত্বে খলিলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল হাসান চৌধুরী,মিরপুর ইউনিয়ন জামায়াত সভাপতি জান্নাতুল ফেরদৌস।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন,হাজী সুন্দর আলী,আফিজ উল্লাহ,নাজিম উদ্দিন,জাহিদ হোসেন,আবু উবায়দা প্রমুখ।